Disproportionate Case

তেলঙ্গানায় সরকারি ইঞ্জিনিয়ারের ১৪ ঠিকানায় অভিযান! দামি গাড়ি, গয়না এবং নগদ টাকা উদ্ধার

তদন্তকারীরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের নাম হরি রাম। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ এবং দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
Share:

ধৃত সেই ইঞ্জিনিয়ার। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানায় সেচ দফতরের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠল। সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে দুর্নীতিদমন শাখা (এসিবি)।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের নাম হরি রাম। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ এবং দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। কী ভাবে বিপুল সম্পত্তির অধিকারী হলেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

হরি রামের ১৪টি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। তল্লাশি চালানো হয়ে ইঞ্জিনিয়ারের আত্মীয়দের বাড়িতেও। সেই তল্লাশি অভিযানে বেশ কয়েকটি দামি গাড়ি, একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং জমির হদিল মিলেছে বলে এসিবি সূত্রের খবর। সৈকপেট, কোন্ডাপুরে প্রচুর সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। এ ছাড়াও শ্রীনগরে দু’টি ফ্ল্যাট, মাধাপুর এবং নরসিঙ্গিতে কয়েক একর জমি। এ ছাড়াও হায়দরাবাদে আরও কয়েকটি বাড়ি এবং বাংলোর হদিস পেয়েছে এসিবি।

Advertisement

এসিবি সূত্রে খবর, দু’টি বিদেশি গাড়ি, সোনার গয়না, এ ছাড়াও নগদ টাকাও মিলেছে। কী ভাবে এই সম্পত্তির অধিকারী হলেন, আর কোথায় কত সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement