উদ্ধার হওয়া টাকার কিছু অংশ। ছবি: সংগৃহীত।
অন্ধ্রপ্রদেশে একটি মন্দিরের সামনে টাকাবোঝাই গাড়ি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে ওই গাড়িটিকে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তখন গাড়িটির তল্লাশি চালানোর সময় ভিতর থেকে তাড়া তাড়া টাকার বান্ডিল উদ্ধার হয়। গাড়িতে টাকা উদ্ধার হতেই হুলস্থুল পড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, অন্ধ্রের শ্রীশৈলম মন্দিরে প্রি দিন প্রচুর পুণ্যার্থী আসেন। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে টোল নেওয়া হচ্ছিল। গাড়িটি মন্দিরের সামনে অনেক ক্ষণ দাঁড়িয়ে ছিল। তার পর মন্দিরে ঢোকার সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তার পরই চালককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়। জানা গিয়েছে, গাড়িটি মহারাষ্ট্র থেকে এসেছে। নম্বরপ্লেট এবং গাড়ির রেজিস্ট্রেশন অননত তেমনই বলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
শিবরাত্রি উপলক্ষে প্রতি দিন প্রচুর পুণ্যার্থীর আনাগোনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মন্দিরের সামনে টাকাবোঝাই গাড়ি বাজেয়াপ্ত হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে। চালক ছাড়াও গাড়িতে কয়েক জন যাত্রীও ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখন যাত্রীরা দাবি করেন, তাঁরা স্বর্ণব্যবসায়ী। শ্রাশৈলম মন্দির দর্শন করতে এসেছিলেন। কিন্তু গাড়িতে এত টাকা কেন, তা নিয়ে প্রশ্ন তোলায় সদুত্তর দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩০ লক্ষ। সেই টাকা বাজোয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িচালক এবং যাত্রীদের।