Fire at Goods Train

মালগাড়িতে ভয়াবহ আগুন তামিলনাড়ুতে! ডিজ়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, খালি করা হল স্টেশন সংলগ্ন এলাকা, ব্যাহত ট্রেন পরিষেবা

স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ তাঁরা দেখেন মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১১:৪০
Share:

তামিলনাড়ুতে মালগাড়িতে আগুন। ছবি: এক্স।

তামিলনাড়ুতে মালগাড়িতে ভয়াবহ আগুন লাগল রবিবার ভোরে। সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় সংলগ্ন বসতি এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করেছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, ডিজ়েলভর্তি ট্যাঙ্কার ছিল। কোনও একটি ট্যাঙ্কারে আগুন লাগে। তার পর সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ তাঁরা দেখেন মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তার পর সেই আগুন অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান।

এক বাসিন্দার কথায়, ‘‘এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে কখনও দেখিনি। যে ভাবে আগুন লেগেছে, তাতে ট্যাঙ্কার বিস্ফোরণের ভয়ও ছিল। তাই অনেকেই আমরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।’’

Advertisement

তিরুভাল্লুর থেকে ডিজ়েল নিয়ে মালগাড়িটি রওনা হয়েছিল। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয়েরা। তার পরই দমকলে খবর দেওয়া হয়। তিরুভাল্লুর স্টেশনের কাছে এই অগ্নিকাণ্ড ঘটেছে। স্টেশনের কাছেই বসতি রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। আশাপাশের এলাকাতেও ক্ষতি হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আগুন নেবাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে এক দমকলকর্মী জানিয়েছেন। যে হেতু জ্বালানি ভর্তি ট্যাঙ্কার, তাই আগুনের পরিমাণ বাড়ছে। দমকল পুরোদমে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তিরুভাল্লুরের পুলিশ সুপার এ শ্রীনিবাস জানিয়েছেন, একটি উদ্ধারকারী দলও এসেছে। তবে এখনও এই ঘটনায় কেউ হতাহত হননি। দমকল বিভাগের প্রধান সীমার আগরওয়াল বলেন, ‘‘ট্যাঙ্কারে ডিজ়েল থাকায় আগুন নেবাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। দমকলের আরও ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।’’ মালগাড়িটি তিরুভাল্লুর থেকে তিরুপতিতে যাচ্ছিল। এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দক্ষিণ রেল জানিয়েছে, চেন্নাই থেকে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। পাঁচটি ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement