(বাঁ দিকে) অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা। (ডান দিকে) তাঁর বাড়িতে উদ্ধার হওয়া টাকা। ছবি: সংগৃহীত।
দুর্নীতির অভিযোগে অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরাকে গ্রেফতার করলেন রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। গোলাঘাটের বাসিন্দা নূপুর ২০১৯ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। বর্তমানে কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার হিসাবে কর্মরত।
ভিজিল্যান্স সূত্রে খবর, আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল নূপুরের বিরুদ্ধে। তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নূপুরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, যখন তিনি বরপেটা রেভিনিউ সার্কলে কর্মরত ছিলেন, সেই সময় তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে জমি হস্তান্তর এবং জমির চরিত্র বদল করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতেই এই সার্কল অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হল।
সোমবার নূপুরের গুয়াহাটির বাড়িতে তল্লাশি অভিযানে যান রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। একই সঙ্গে আরও একটি দল বরপেটায় নূপুরের ভাড়াবাড়িতেও তল্লাশি চালায়। সেই তল্লাশি অভিযানের সময় নূপুরের গুয়াহাটির বাড়ি থেকে নগদ ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও এক কোটির টাকার সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় গুয়াহাটি এবং বরপেটায়। মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, সংখ্যালঘু প্রভাবিত রেভিনিউ সার্কল এলাকায় বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভিজিল্যান্সের বিশেষ দল নূপুরের সহযোগী লাত মন্ডল সুরজিৎ ডেকার বাড়িতেও তল্লাশি চালায়। সুরজিৎ বরপেটায় রেভিনিউ সার্কল অফিসে কর্মরত। নূপুরের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি ভাবে জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও।