National News

আফস্পা প্রত্যাহারের কথা এখন ভাবাও যাবে না, বললেন সেনাপ্রধান

‘‘আফস্পা প্রত্যাহারের কথা ভাবার সময় এসেছে বলেও আমার মনে হয় না।’’ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনই বলেছেন জেনারেল বিপিন রাওয়ত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ২৩:৫৬
Share:

সেনাবাহিনী মানবাধিকারের কথা খেয়াল রেখেই কাজ করে, আফস্পা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। মন্তব্য সেনাপ্রধানের। —ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীর বা উত্তর-পূর্ব ভারত থেকে ‘আফস্পা’ প্রত্যাহারের কথা ভাবার সময় এখনও আসেনি। মন্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়তের।

Advertisement

আফস্পা অর্থাৎ ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ উপদ্রুত এলাকায় সেনাকে অসীম ক্ষমতার অধিকারী করে তোলে। সেই অসীম ক্ষমতায় বলীয়ান হয়ে সেনা প্রায়ই মানবাধিকার লঙ্ঘন করে বলে একাংশের অভিযোগ। সেনাপ্রধান অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন। মানবাধিকারের খেয়াল রাখা গুরুত্বপূর্ণ, সেনা সে কথা খেয়াল রাখেও, তবে আফস্পা প্রত্যাহার সম্ভব নয়— এমনই বার্তা দিয়েছেন সেনাপ্রধান রাওয়ত।

‘‘আফস্পা প্রত্যাহারের কথা ভাবার সময় এসেছে বলেও আমার মনে হয় না।’’ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনই বলেছেন জেনারেল বিপিন রাওয়ত।

Advertisement

আরও পড়ুন: ‘উপাধির দরকার নেই’, পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন সন্ন্যাসী

আরও পড়ুন: প্রয়োজনে পথ দেখে নেব, এ বার বিজেপিকে হুঙ্কার টিডিপির

আফস্পা আইনের বেশ কিছু সংস্থান অত্যন্ত কঠোর, মেনে নিয়েছেন সেনাপ্রধান। যে সব এলাকায় এই আইন বলবৎ থাকে, সেখানে জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় বাহিনী প্রায় যা খুশি করার অধিকার পেয়ে যায়। কিন্তু সেনাপ্রধানের দাবি, আফস্পা-র সব সংস্থান সেনা প্রয়োগ করে না। ‘‘যে ভাবে বলপ্রয়োগ করা যেত, ততটা কঠোর ভাবে বলপ্রয়োগ আমরা কখনওই করি না। মানবাধিকারকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। ... সুতরাং খুব বেশি উদ্বিগ্ন হবেন না, কারণ আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এবং সতর্কতা অবলম্বন করছি।’’ বলেছেন জেনারেল রাওয়াত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন