Dowry Demands

পণের দাবিতে বধূকে হেনস্থা, খুনের হুমকি, বিবাহের এক মাসের মধ্যেই লুকিয়ে দ্বিতীয় বিয়ে অভিযুক্ত স্বামীর!

সম্প্রতি পণের দাবিতে বধূ নির্যাতনের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশে। নয়ডায় পণের দাবিতে এক বধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪
Share:

উত্তরপ্রদেশে বধূ নির্যাতনের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পণের দাবিতে ফের বধূ নির্যাতনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। এ বারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা জেলা। শুধু পণের দাবিতে অত্যাচারই নয়, লুকিয়ে দ্বিতীয় বিয়ে করারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে স্বামী এবং শ্বশুরবাড়ির ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, চলতি বছরের জুনেই অভিযুক্ত রঞ্জিত তিওয়ারির সঙ্গে বিয়ে হয়েছিল সবিতা পাঠকের। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যেরা পণের দাবিতে তাঁকে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ বধূর। অভিযোগকারী আরও জানিয়েছেন, বিয়ের এক মাসের মধ্যেই অন্য মহিলার সঙ্গে লুকিয়ে বিয়ে করেন স্বামী। শ্বশুরবাড়ির লোকেরাও তাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ সবিতার।

পুলিশকে তিনি জানান, অন্য গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী। গত ২৭ জুন ওই মহিলাকে নিয়ে তিনি পালিয়ে যান। তার পরে শ্বশুরবাড়ির লোকেদের সাহায্য নিয়েই লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ। সবিতার দাবি, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন পণ দিতে না-পারার জন্য তাঁকে খোঁটা দেন শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি তাঁকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না-পেরে সেখান থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে যান সবিতা। পরে গত ৩১ অগস্ট স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান। গোন্ডার পুলিশ সুপারের কাছেও অভিযোগপত্র জমা দেন মহিলা। পরে পুলিশ সুপারের নির্দেশে মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির ছয় সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কারও গ্রেফতারির খবর মেলেনি।

সম্প্রতি পণের দাবিতে বধূ নির্যাতনের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশে। নয়ডায় পণের দাবিতে এক বধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। দাবি মতো পণ না-পেয়ে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের রামপুরের এক পুলিশকর্মীর বিরুদ্ধে। এ বার ফের পণের দাবিতে বধূ হেনস্থার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement