(বাঁ দিকে) ঘটনার দৃশ্য। নিহত মহিলা (ডান দিকে) ছবি: সংগৃহীত।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দেড় বছর ধরে মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন প্রাক্তন স্ত্রী। এক বেসরকারি সংস্থায় চাকরিও শুরু করেছিলেন। সেই রাগে ব্যস্ত বাজারের মাঝে যুবতীকে প্রকাশ্যে গুলি করে খুন করলেন প্রাক্তন স্বামী। বুধবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবতীর নাম মমতা চৌহান ওরফে মুক্তি (৩০)। বুধবার রাত ৮টা নাগাদ মমতা ছবি তোলার জন্য এলাকার একটি ফটোস্টুডিয়োয় গিয়েছিলেন। তখনই আচমকা সেখানে উপস্থিত হন তাঁর প্রাক্তন স্বামী বিশ্বকর্মা চৌহান। দু’জনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বাগ্বিতণ্ডা চলাকালীন এক পর্যায়ে যুবক বন্দুক বার করে প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। তার পর এলাকা ছেড়ে চম্পট দেন।
স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে ফেরার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত দশ বছর ধরেই বনিবনা ছিল না বিশ্বকর্মা ও তাঁর প্রাক্তন স্ত্রীর। ওই দম্পতির ১৩ বছরের এক মেয়েও রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে গত দেড় বছর মেয়েকে নিয়ে আলাদা থাকতেন মমতা। এক বেসরকারি সংস্থায় কাজও করতেন। ঠিক কী কারণে তাঁকে খুন হতে হল, তদন্ত করে দেখছে পুলিশ।