নিহত হাজ়েম আওনি নঈম। — ফাইল চিত্র।
গাজ়ায় ইজ়রায়েলি বিমানহানায় মৃত্যু হল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের আর এক কমান্ডারের। মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ায় সেনার এক হামলায় নিহত হয়েছেন হামাসের ওই অভিজ্ঞ কমান্ডার হাজ়েম আওনি নঈম। সেনার দাবি, ইজ়রায়েলের বেশ কয়েক জন নাগরিককে বন্দি করে রেখেছিলেন তিনি।
ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিবৃতিতে দাবি করা হয়েছে, মঙ্গলবার গাজ়া শহরে এক হামলায় হামাসের গুরুত্বপূর্ণ সদস্য নঈম নিহত হয়েছেন। নইমের বিরুদ্ধে বেশ কয়েক জন ইজ়রায়েলিকে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে। সেনার দাবি, ইজ়রায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ চলাকালীন এমিলি দামারি, রোমি গোনেন, নামা লেভির মতো অনেককে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে নঈমের বিরুদ্ধে। হামাসের গাজ়া সিটি ব্রিগেডে গুরুত্বপূর্ণ পদে ছিলেন নঈম। ব্রিগেডের কমান্ডার এজ্জ আল-দিন হাদ্দাদের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিসাবেও পরিচিত ছিলেন তিনি।
আইডিএফ-এর আরও দাবি, নঈম হামাসের গাজ়া সিটি ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগে সিনিয়র অপারেটিভ পদে নিযুক্ত ছিলেন। আইডিএফ-এর বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘ইজ়রায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ)-র সঙ্গে হাত মিলিয়ে হামাসকে খতম করা এবং ইজ়রায়েলের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’’
প্রসঙ্গত, গত এক বছর ধরেই একে একে হামাসের শীর্ষনেতাদের হত্যা করছে ইজ়রায়েল। গত বছর মৃত্যু হয় হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার। এর পর একে একে ইয়াহিয়া সিনওয়ার, মহম্মদ দেইফ, সালাহ শেহাদে প্রমুখের। তিন মাস আগে ইজ়রায়েল দাবি করেছিল, গাজ়ায় সেনা অভিযানে হামাসের নবনিযুক্ত প্রধান মহম্মদ সিনওয়ারেরও মৃত্যু হয়েছে। গত বুধবার তা স্বীকার করে নিয়েছে হামাস। এ বার মৃত্যু হল হামাসের আর এক গুরুত্বপূর্ণ নেতা নঈমের।