১২৮ কিলোগ্রাম স্ত্রীর চাপে মৃত্যু স্বামীর

১২৮ কিলোগ্রাম স্ত্রীয়ের ওজনের ভারে মৃত্যু হল এক বৃদ্ধর। গত সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে কলাভাদ রোডে। গত সোমবার সকালে পা পিছলে নিজের স্বামী নটবরলালের উপর পড়ে যান ১২৮ কিলোগ্রামের মঞ্জুলা ভিটলানি (৬৮)৷

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১২:১২
Share:

১২৮ কিলোগ্রাম স্ত্রীয়ের ওজনের ভারে মৃত্যু হল এক বৃদ্ধর। গত সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে কলাভাদ রোডে।

Advertisement

গত সোমবার সকালে পা পিছলে নিজের স্বামী নটবরলালের উপর পড়ে যান ১২৮ কিলোগ্রামের মঞ্জুলা ভিটলানি (৬৮)৷ এই দুর্ঘটনাতেই তাঁর স্বামীর মৃত্যু হয়। কলাভাদ রোডের ভিটলানি দম্পতির সঙ্গে একই বাড়ির দোতলায় থাকতেন তাঁদের পুত্র আশিষ ও পুত্রবধূ নিশা ৷ সোমবার সকালে হঠাৎ আশিষের শ্বাসকষ্ট শুরু হয়৷ ছেলের চিন্তায় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে যায় মঞ্জুলাদেবীর৷ তাঁর পিছনেই আসছিলেন নটবরলাল৷ টাল সামলাতে না পেরে স্বামীর উপরই পড়ে যান মঞ্জুলা ৷ স্ত্রীর ভার সামলাতে না পেরে সিঁড়ির শেষ ধাপে আছড়ে পড়েন তিনি৷ মঞ্জুলাদেবীর ওজনের চাপে মৃত্যু হয় তাঁর৷

রাজকোট তালুক থানার এক শীর্ষ পুলিশ অফিসার জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে নটবরলালের মৃত্যু হয়েছে বলে জানান চিকিত্সকরা। পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মঞ্জুলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement