Man and Girlfriend Thrashes Wife

বান্ধবীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী! রাস্তাতেই চুলের মুঠি ধরে মারধর স্বামীর

মোহিনী থানায় অভিযোগ করে জানিয়েছেন, শরীর খারাপ থাকায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। সেই ওষুধের দোকানে স্বামী শিবমকে এক মহিলার সঙ্গে দেখেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:২৫
Share:

স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামী এবং তাঁর বান্ধবীর বিরুদ্ধে। ছবি: ভিডিয়ো থেকে।

স্বামীকে বান্ধবীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী। অভিযোগ, তাঁকেই প্রকাশ্য রাস্তায় পাল্টা মারধর করেন স্বামী এবং তাঁর বান্ধবী। দাঁড়িয়ে দেখেন উপস্থিত লোকজন। শেষ পর্যন্ত থানায় গিয়ে স্বামী শিবম যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মোহিনী যাদব নামে ওই মহিলা। অভিযুক্ত যদিও ফেরার। উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা।

Advertisement

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজার এলাকাতেই শিবম এবং তাঁর বান্ধবী মারধর করছেন মোহিনীকে। মোহিনীর চুলের মুঠি ধরে রাস্তাতেই মারছেন তাঁর স্বামীর বান্ধবী। অনেকেই সেই কাণ্ড দাঁড়িয়ে দেখছেন।

মোহিনী থানায় অভিযোগ করে জানিয়েছেন, শরীর খারাপ থাকায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। সেই ওষুধের দোকানে স্বামী শিবমকে এক মহিলার সঙ্গে দেখেন তিনি। সেই নিয়ে প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মোহিনীর কথায়, ‘‘শিবম আমার স্বামী। আমি ওই মহিলার সঙ্গে তাঁকে দেখে প্রতিবাদ করি। তখন ওই মহিলা আমায় পাল্টা মারধর শুরু করেন। সঙ্গে যোগ দেন শিবমও।’’ উপস্থিত এক ব্যক্তি সেই ঘটনার ভিডিয়ো নিজের মোবাইলে তোলেন। মোহিনীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement