প্রতীকী ছবি।
ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য লাইভ স্ট্রিমিং করে বিপাকে হায়দরাবাদের এক দম্পতি। পরিচয় গোপন করার জন্য মুখোশ পরে নিয়েছিলেন তাঁরা। সেই ভিডিয়োর সূত্র ধরেই ওই দম্পতিকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি তেলঙ্গানার অম্বরপেটের বাসিন্দা। তাঁদের বাড়িতে হানা দিয়ে ভিডিয়ো শুটিংয়ের নানা সরঞ্জাম, উন্নত প্রযুক্তির ক্যামেরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এই প্রথম নয়, এর আগেও এ রকম ভিডিয়ো করেছেন তাঁরা। কেন এ কাজ করতে গেলেন, এই প্রশ্নের জবাবে পুলিশের কাছে দম্পতি দাবি করেছেন, সহজে বেশি টাকা উপার্জনের জন্যই এই পথ বেছে নিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, যুবক এক ট্যাক্সিচালক। তাঁর স্ত্রী গৃহবধূ। কী ভাবে এই কাজ করতেন দম্পতি, সে তথ্যও পুলিশের হাতে এসেছে। ওই দম্পতির দাবি, একটি অ্যাপ ব্যবহার করেই এই ভিডিয়ো শেয়ার করতেন তাঁরা। সেখানে লাইভ স্ট্রিমিংও করতেন। মোটা টাকার বিনিময়ে মূলত অল্পবয়সি ছেলেদের কাছেই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করতেন দম্পতি। প্রতিটি লাইভ ভিডিয়োর জন্য ২০০০ টাকা করে নেওয়া হত। আর রেকর্ড করা ভিডিয়ো বিক্রি করতেন ৫০০ টাকায়। দম্পতি জানিয়েছেন, ট্যাক্সি চালিয়ে যা আয় হত, তার তুলনায় বেশি উপার্জন করতেন এই ভিডিয়ো শেয়ার করে। দম্পতির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। তাঁদের এই কাজে আর কেউ জড়িত কি না বা এটি কোনও চক্র কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।