Sushma Swaraj

নিউজিল্যান্ডে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, দেহ ফেরাতে সুষমার সাহায্য চাইল পরিবার

ফাহাদের পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে ছাত্র ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১০:৩৯
Share:

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হায়দরাবাদের যুবক সৈয়দ আবদুল রহিম ফাহাদের। এ বার নিহত ফাহাদের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চাইল তার পরিবার।

Advertisement

গত শুক্রবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বছর সাতাশের ওই যুবকের। এক মদ্যপ ট্যাক্সি চালক ট্র্যাফিক সিগন্যাল ভেঙে ধাক্কা মারে ফাহাদকে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সংবাদ সংস্থা পিটিআই-কে ফাহাদের ভাই সৈয়দ নেহমতুল্লাহ জানান, মধ্য অকল্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহ দ্রুত ভারতে ফেরানো যায়, সে জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চাওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: দারুণ লড়াই, তৃতীয় হয়েও আনন্দ মোদীর

ফাহাদের পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে ছাত্র ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান তিনি। বিদেশমন্ত্রীর সাহায্য চাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে ফাহাদের পরিবার। আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে নিহতের পরিবারের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন