Hyderabad boy

১৪ বছরেই গ্র্যাজুয়েট! দেশের কনিষ্ঠতম স্নাতক অগস্ত্য লেখে দু-হাতেই

হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এবং জার্নালিজমে স্নাতক ডিগ্রি পেয়ছে অগস্ত্য।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

মায়ের সঙ্গে অগস্ত্য। ছবি টুইটার থেকে নেওয়া।

৯ বছর বয়সে মাধ্যমিক। ১১ বছরে উচ্চমাধ্যমিক। ১৪ বছরে স্নাতক। এমনই কৃতিত্ব গড়ে হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়ালের দাবি, ভারত প্রথম ছাত্র হিসাবে এত কম বয়সে স্নাতক হল সে।

Advertisement

হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এবং জার্নালিজমে স্নাতক ডিগ্রি পেয়ছে অগস্ত্য। ছোট থেকেই মেধাবী সে। দশম স্তরের পরীক্ষায় তার জিপিএ ছিল ৭.৫। আর দ্বাদশ স্তরের পরীক্ষায় সে ৬৩ শতাংশ নম্বর পেয়েছিল বলে অগস্ত্য নিজেই জানিয়েছে এক সংবাদ সংস্থাকে।

পড়াশোনার পাশাপাশি জাতীয় স্তরের টেবিল টেনিস খেলোয়াড় সে। বড় হয়ে ডাক্তারি পড়তে চাওয়া অগস্ত্য জানিয়েছে, ‘‘আমার বাবা, মা-ই আমার শিক্ষক। তাঁদের সাহায্যেই আমি সমস্ত বাধা অতিক্রম করেছি। আমি ১.৭২ সেকেন্ডে ‘এ’ থেকে ‘জেড’ লিখতে পারি। ১০০ পর্যন্ত নামতা আমার মুখস্থ। ২ হাতে লেখার পাশাপাশি আমি মোটিভেশনাল বক্তা।’’

Advertisement

অগস্ত্যর এই সাফল্যে খুশি তার বাবা-মা। তার বাবা অশ্বিনী কুমার জয়সওয়াল বলেছেন, ‘‘প্রত্যেক শিশুর মধ্যে বিশেষ ক্ষমতা থাকে। তাই বাবা-মায়েরা ছোটবেলা থেকে যত্ন নিলে শিশুরা ইতিহাস গড়তে পারে।’’ মা ভাগ্যলক্ষ্মী বলেছেন, ‘‘আমরা সবসময় ওকে যে কোনও বিষয় ঠিকঠাক বোঝার কথা বলতাম। ও সব সময় প্রশ্ন করত। আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতাম।’’

আরও পড়ুন: সংক্রমণের হারের সঙ্গে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

আরও পড়ুন: ‘করাচি একদিন ভারতের অংশ হবে’, মন্তব্য দেবেন্দ্র ফডণবীসের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন