National News

মনমোহন তাঁর চেয়ে এগিয়ে, স্বীকার সনিয়ার

কংগ্রেস সভানেত্রীর পদ ছাড়ার পর এই প্রথম সর্বসমক্ষে সনিয়া গাঁধী জানিয়ে দিলেন, নেতৃত্বের গুণে তাঁর চেয়ে অনেক-অনেক এগিয়ে ছিলেন মনমোহন সিংহ। সে জন্যই ২০০৪ সালে ক্ষমতায় আসার পর নিজে প্রধানমন্ত্রীর কুর্শিতে না বসে তিনি এগিয়ে দিয়েছিলেন মনমোহন সিংহকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ২৩:০৬
Share:

নেতৃত্বের গুণে তাঁর চেয়ে অনেক-অনেক এগিয়ে ছিলেন মনমোহন সিংহ, স্বীকার করে নিলেন সনিয়া গাঁধী।

কখনও বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কখনও আাবার আত্মসমালোচনা। কংগ্রেস সভানেত্রীর পদ ছাড়ার পর এই প্রথম সর্বসমক্ষে সনিয়া গাঁধী জানিয়ে দিলেন, নেতৃত্বের গুণে তাঁর চেয়ে অনেক-অনেক এগিয়ে ছিলেন মনমোহন সিংহ। সে জন্যই ২০০৪ সালে ক্ষমতায় আসার পর নিজে প্রধানমন্ত্রীর কুর্শিতে না বসে তিনি এগিয়ে দিয়েছিলেন মনমোহন সিংহকে।

Advertisement

নয়াদিল্লিতে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা আয়োজিত সভায় সনিয়া যেন ছিলেন আত্মসমালোচনার মেজাজে। নিজেকে কাটাছেঁড়া করতে গিয়ে তিনি বলেন, ‘‘নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। আমি জনসমক্ষে ভাল বক্তৃতা দিতে পারি না। আমি যতটা না নেত্রী, তার চেয়ে অনেক বেশি পাঠক।’’

মোদির নাম না করে সনিয়া বলেন, ‘‘একলা কারও ভাষণ গণতন্ত্রে গুরুত্ব পায় না। গণতন্ত্রে গুরুত্ব পায় বিতর্ক এবং বিরোধী পক্ষের মত।’’ তুলনা টানতে গিয়ে সনিয়া বলেন, ‘‘মোদীর থেকে অটলবিহারী বাজপেয়ী অনেক ভাল প্রধানমন্ত্রী। কারণ তিনি সংসদীয় রীতি-নীতিকে গুরুত্ব দিতেন।’’

Advertisement

কিন্তু উত্তর-পূর্ব ভারতের ভোটে বিজেপির দারুণ সাফল্যের পর কংগ্রেস ঠিক কী ভাবছে? সনিয়া বলেছেন, ঘর গোছানোটাই এখন কংগ্রেসের প্রধান লক্ষ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন