Thalapathy Vijay

‘মাথা নত করব না’, করুর কাণ্ড নিয়ে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর প্রথম সমাবেশ থেকে বার্তা বিজয়ের

দ্রাবিড় ঐক্য ও ঐতিহ্য রক্ষার জন্য অন্য দলের সঙ্গে জোট করার পরিবর্তে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান থলপতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:১৯
Share:

থলপতি বিজয়। — ফাইল চিত্র।

করুর কাণ্ড- সিবিআই জেরার পরে প্রথম জনসমাবেশ করলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-নেতা থলপতি বিজয়। ছবি নিয়ে জটিলতার মাঝেও ‘চাপের মুখে নতিস্বীকার’ না করার বার্তা দিয়ে রবিবার মামল্লাপুরম থেকে তিনি বলেন, ‘‘মাথা নত করব না’’।

Advertisement

রাজনৈতিক কর্মীদের সংঘবদ্ধ হতে বলে ‘রাজনৈতিক যুদ্ধ ময়দানে’ এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। সকলের উদ্দেশে তাঁর আহ্বান ‘নির্ণায়ক’ ভূমিকা নেওয়ার।

রবিবারের টিভিকে-র সভায় উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের প্রায় তিন হাজার কার্যকর্তা। তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক যুদ্ধে আপনারাই আমার কমান্ডো। এই লড়াই আপনারাই করবেন।’’

Advertisement

থলপতি ডিমকে ও এআইডিএমকে দলকে আক্রমণ করে দাবি করেন, অশুভ ও দুর্নীতিগ্রস্ত শক্তির অধিকারীরা তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সি.এন. আন্নাদুরাইয়ের মতাদর্শের বিরোধিতা করে এসেছে। তাঁর আরও অভিযোগ, বিভিন্ন এলাকায় শক্তিশালী রাজনৈতিক দলগুলি ভোটকেন্দ্রগুলিকে কার্যত প্রহসনে পরিণত করেছে। নিজেদের ভোট রক্ষা করার জন্য দলের নেতা ও কর্মীদের সচেতনতার বার্তা দেন তিনি। দ্রাবিড় ঐক্য ও ঐতিহ্য রক্ষার জন্য অন্য দলের সঙ্গে জোট করার পরিবর্তে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement