Bike Stunt

‘আর করব না স্যার’! ব্যস্ত রাস্তায় এক হাতে বাইক চালিয়ে কান মলতে হল যুবককে

নিছকই মজার ছলে ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কর্নাটকের দুর্গের এক যুবক। কিন্তু এ কাজ করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়তে হবে, তা ভাবেননি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯
Share:

বাইক নিয়ে কেরামতির ফল হাতেনাতে পেলেন যুবক। ছবি সৌজন্য টুইটার।

বাইক নিয়ে অনেকেই নানা রকম কেরামতি দেখান। তা-ও আবার ব্যস্ত রাস্তায়। জীবনের ঝুঁকি আছে তা জানা সত্ত্বেও একই কাজের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যার জেরে অনেকে আহত হন, অনেকের আবার মৃত্যুও হয়।

Advertisement

নিছকই মজার ছলে ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কর্নাটকের দুর্গের এক যুবক। কিন্তু এ কাজ করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়তে হবে, তা ভাবেননি।

এবড়োখেবড়ো রাস্তা। বাইকের আসনের উপর এক দিকে দু’পা ঝুলিয়ে রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছিলেন ওই যুবক। তাঁর এই স্টান্ট ক্যামেরাবন্দি করছিলেন এক পথচারী। সেই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশের হাতে পৌঁছয়। তৎক্ষণাৎ পুলিশ যুবকের খোঁজে তল্লাশিতে নামে।

Advertisement

ঘটনার কিছু ক্ষণের মধ্যেই যুবককে আটক করে পুলিশ। ট্র্যাফিক আইন ভাঙার জন্য ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে যুবককে। শুধু তাই-ই নয়, এমন অপরাধ করার জন্য তাঁকে কানও ধরিয়ে প্রতিশ্রুতি আদায় করে নেওয়া হয় যে, ভবিষ্যতে এমন কেরামতি তিনি আর দেখাবেন না।

এর পরই দুর্গ পুলিশের তরফে যুবকের ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে সচেতনতার বার্তা দেয়। টুইটে লেখা হয়, ‘স্টান্টবাজি, মোডিফায়েড সাইলেন্সার, বেপরোয়া ভাবে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। দয়া করে ট্র্যাফিক আইন মেনে চলুন।’ একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন