Jaguar fighter get crash

প্রশিক্ষণের সময়ে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্রাণরক্ষা চালকের

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা ছিল বিমানটিতে। লোকালয় থেকে সেটিকে দূরে নিয়ে গিয়েছিলেন চালক। ফলে প্রাণহানি হয়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২০:৩৮
Share:

(বাঁ দিকে) বায়ুসেনার যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। দুর্ঘটনাগ্রস্ত চালক (ডান দিকে)। ছবি: এক্স (সাবেক টুইটার)।

হরিয়ানার পঞ্চকুলায় শুক্রবার ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। দৈনন্দিন প্রশিক্ষণ চলছিল। সে সময়েই দুর্ঘটনা। যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন চালক। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা ছিল বিমানটিতে। লোকালয় থেকে সেটিকে দূরে নিয়ে গিয়েছিলেন চালক। ফলে প্রাণহানি হয়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হরিয়ানার আম্বালা থেকে উড়েছিল যুদ্ধবিমানটি। আচমকাই বিপত্তি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, চালককে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত মাসে মধ্যপ্রদেশের শিবপুরীতে একটি দুই আসনবিশিষ্ট মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। দু’জন চালকই বেরিয়ে আসতে পেরেছিলেন বিমান থেকে। ২০২৪ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের আগরার কাছে একটি মিগ-২৯ ভেঙে পড়েছিল। সে বারও প্রাণরক্ষা হয়েছিল চালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement