BCCI Annual Contract

বোর্ডের বার্ষিক চুক্তিতে বদল হওয়ার সম্ভাবনা! টাকা কমতে পারে বিরাট, রোহিতদের

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় বোর্ড নতুন তালিকা প্রকাশ করতে পারে। সেখানে শ্রেয়সের ফেরার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই গ্রেড বদলের সম্ভাবনা রয়েছে বিরাট, রোহিতদের মতো ক্রিকেটারের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৭:২৮
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গত বছর ২৮ ফেব্রুয়ারি ৩০ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে এসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাদ পড়েছিলেন শ্রেয়স আয়ার এবং ঈশান কিশন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় বোর্ড নতুন তালিকা প্রকাশ করতে পারে। সেখানে শ্রেয়সের ফেরার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই গ্রেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটারদের।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড যে বার্ষিক চুক্তি ঘোষণা করে তাতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি টাকা পান গ্রেড এ প্লাসে থাকা ক্রিকেটারেরা। এর পর রয়েছে গ্রেড এ, বি এবং সি। শেষ যে তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে গ্রেড এ প্লাসে ছিলেন চার জন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরাহ। সাধারণত যে ক্রিকেটারেরা দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলেন, তাঁদের সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। সেই কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড এ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত এবং জাডেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাঁদের গ্রেড পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করতে চাইছেন বলে জানা গিয়েছে।

Advertisement

গত বার বোর্ডের চুক্তি থেকে বাদ যাওয়া শ্রেয়স এ বার ফিরতে পারেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে রান করছেন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। যে কারণে তাঁকে আবার চুক্তিতে ফেরানো হতে পারে। তবে ঈশানকে হয়তো ফেরানো হবে না। তিনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। গত দেড় বছরে দেশের হয়ে কোনও ম্যাচ না খেলা এক জনকে চুক্তির আওতায় না আনাটাই স্বাভাবিক।

শেষ তালিকা অনুযায়ী, গ্রেড এ-তে ছিলেন ছ’জন ক্রিকেটার। বি-তে ছিলেন পাঁচ জন এবং সি-তে ছিলেন ১৫ জন ক্রিকেটার। তা ছাড়া পাঁচ জন পেসারকে আলাদা ভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তাঁরা হলেন আকাশ দীপ, যশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার ব্যশক এবং ভি কাভেরাপ্পা। শেষ এক বছরের পারফরম্যান্স বিচার করলে চুক্তি-তালিকায় বেশ কিছু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement