N Biren Singh

পদত্যাগে নারাজ ইবোবি, মুখ্যমন্ত্রী বাছতে বৈঠক বিজেপির

ভেঙেও মচকাচ্ছেন না মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। কিছুতেই জমা দিচ্ছেন না পদত্যাগপত্র। বরং গোঁ ধরে আছেন কংগ্রেসকেই সরকার গড়ার সুযোগ দিতে হবে। ইবোবির এমন কাণ্ডে ফল বেরোনোর ৪৮ ঘণ্টা পরেও মণিপুরে রাজনৈতিক অচলাবস্থা কাটল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ১৯:০২
Share:

ফাইল চিত্র

ভেঙেও মচকাচ্ছেন না মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। কিছুতেই জমা দিচ্ছেন না পদত্যাগপত্র। বরং গোঁ ধরে আছেন কংগ্রেসকেই সরকার গড়ার সুযোগ দিতে হবে। ইবোবির এমন কাণ্ডে ফল বেরোনোর ৪৮ ঘণ্টা পরেও মণিপুরে রাজনৈতিক অচলাবস্থা কাটল না।

Advertisement

এনপিপি ও এনপিএফের চারজন করে বিধায়ক, একজন করে লোক জনশক্তি পার্টি ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং কংগ্রেসের ঘর ভেঙে আসা অ্যান্ড্রোর বিধায়ক শ্যামকুমার-সহ মোট ৩২ জন বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে গত কাল রাতেই সরকার গড়ার দাবি জানিয়ে আসেন হিমন্তবিশ্ব শর্মা, রাম মাধবরা। রাজ্যপাল নাজমা হেপতুল্লার সঙ্গে বৈঠকে শেষ হতেই অসম, অরুণাচলের পরে মণিপুরও অমিত শাহ-নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে গর্বিত হিমন্ত 'মিশন অ্যাকমপ্লিসড' লিখে টুইটও করেন।

কিন্তু তার ঘণ্টা দেড়েক পরে পদত্যাগপত্র দিতে নয়, সরকার গড়ার দাবি নিয়ে হেপতুল্লার সঙ্গে দেখা করে হিসেব গড়বড় করে দেন ইবোবি। তাঁর সঙ্গে ছিল এনপিপির প্রদেশ সভাপতি ও জাতীয় সাংগঠনিক সম্পাদকের সই করা চিঠি। যেখানে বলা হয়েছে এনপিপি কংগ্রেসকে সমর্থন জানাবে।

Advertisement

আরও পড়ুন- মণিপুরে বিজেপির পাশে তৃণমূল বিধায়ক, খবর ভুল, দাবি মুকুল রায়ের

এ দিন রাজ্যপাল সাংবাদিকদের জানান, ইবোবিকে গত রাতেই তিনি বলে দিয়েছিলেন, এনপিপির চিঠি অন্য দল এসে জমা দিতে পারে না। তাছাড়া এনপিপির সভাপতি কনরাড সাংমা ও চার বিজয়ী বিধায়ক নিজেই বিজেপির সঙ্গে রাজভবনে এসে কংগ্রেস বিরোধী জোট সরকার গড়ায় সম্মতি জানিয়ে গিয়েছেন। এ অবস্থায় ইবোবির পদত্যাগ করা ভিন্ন উপায় নেই। কিন্তু তিনি পদত্যাগ করছেন না।

এ দিন সকাল থেকে বার কয়েক রাজভবন থেকে কংগ্রেস দফতরে ফোন করে ইবোবির পদত্যাগের খবর নেওয়া হয়। কিন্তু ইবোবি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি জোশী এখনও অনড়। তাঁদের দাবি, একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস। তাই তাদের সরকার গড়তে ডাকতেই হবে। পরে বিধানসভায় সংখ্যাধিক্য প্রমাণ করবেন তারা। হেপতুল্লা জানান, আগের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তবেই নতুন সরকার গড়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা যাবে।

এ দিকে গত কাল ইম্ফল বিমানবন্দর থেকে বাংলাভাষী বিধায়ক আসাব উদ্দিনকে বিজেপি নেতা রাম মাধব চার্টার্ড বিমানে নিয়ে চলে গেলেও বিজেপিকে সমর্থন করা বিধায়কদের তালিকায় এখনও তাঁর নাম ঢোকেনি। সূত্রের খবর, সংখ্যালঘু বিধায়কের বিজেপিতে যোগ দিতে আপত্তি আছে। সে ক্ষেত্রে তাঁর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা। এ দিকে আসাব যাতে বিজেপিকে সমর্থন করেন, সেই দাবিতে এ দিন জিরিবামের লালপানিতে রাস্তা বন্ধ করে ধর্না চলেছে।

বিজেপি সরকার গড়লে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন প্রবীণ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী এন বীরেন সিংহ এবং থোংজুর বিধায়ক থনগাম বিশ্বজিৎ সিংহ। এ দিন পীযুষ গোয়েল, ভি সহস্রবুদ্ধির মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা ইম্ফলে এসে হোটেলে দফায়-দফায় বৈঠক করেন। পাল্লা আপাতত ভারী অভিজ্ঞ বীরেনের দিকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement