চার মাস আগে ঝগড়া করে বউ বাপের বাড়ি চলে গিয়েছেন। তাঁকে ফেরানোর জন্য বারবার পবন দেবতার কাছে আর্জি জানিয়েও কোন লাভ না হওয়ায় সেই হনুমানের মূর্তি ভাঙার চেষ্টা করলেন মনোজ বানজারা। ইনদওরের পালদা জেলার পুলিশ জানিয়েছে, মানসিক ভাবে অসুস্থ মনোজ। রবিবার খেদাপতি হনুমান মন্দিরের মূর্তি ভাঙার অভিযোগে মনোজকে গ্রেফতার করা হয়েছে।