National News

তিন মাস আগে থেকেই উনি সব টের পেয়ে যান: রাহুলকে কটাক্ষ নীতীশের

আরজেডি এবং কংগ্রেসের সঙ্গ যে দিন নীতীশ কুমার ত্যাগ করলেন, সে দিনই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী দাবি করেছিলেন, নীতীশ কুমার যে এই রকম পরিকল্পনা করছেন, তা তাঁর জানাই ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ২৩:২৭
Share:

ফাইল চিত্র।

নীতীশ কুমারের নিশানায় এ বার রাহুল গাঁধী। লালুপ্রসাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মহাজোট থেকে বেরিয়ে এসে নীতীশ বিজেপির হাত ধরার পর রাহুল দাবি করেছিলেন, তিন-চার মাস আগে থেকেই জোট ভাঙার ছক কষছিলেন নীতীশ। দুর্নীতির অভিযোগ অজুহাত মাত্র, নীতীশ আসলে বিজেপির সঙ্গে হাত মেলানোর অজুহাত খুঁজছিলেন, ইঙ্গিত ছিল রাহুলের তরফে। সে প্রসঙ্গেই সোমবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী। কটাক্ষের সঙ্গে নীতীশের প্রশ্ন, ‘‘তিনি (রাহুল) যদি তিন মাস আগেই বুঝে গিয়ে থাকেন, তা হলে জোট ছেড়ে বেরিয়ে আসার আগে আমি যখন দিল্লি গিয়েছিলাম তাঁর সঙ্গে দেখা করতে, তখন আমাকে সে কথা বললেন না কেন?’’

Advertisement

আরজেডি এবং কংগ্রেসের সঙ্গ যে দিন নীতীশ কুমার ত্যাগ করলেন, সে দিনই কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী দাবি করেছিলেন, নীতীশ কুমার যে এই রকম পরিকল্পনা করছেন, তা তাঁর জানাই ছিল। রাহুল বলেছিলেন, ‘‘রাজনীতিতে বোঝা যায়, কার মনে কী চলছে। আমি স্পষ্ট করেই জানতাম নীতীশজি ছক কষছেন। গত তিন-চার মাস ধরেই এটা চলছিল আমরা জানতাম।’’

আরও পড়ুন:চার বছরে ওল্টালো পাশা, মোদী বন্দনা নীতীশের গলায়!

Advertisement

রাহুলের ওই মন্তব্য প্রসঙ্গে নীতীশ কুমার এত দিন মুখ খোলেননি। বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন সরকার গড়ার পর সোমবারই প্রথম সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন নীতীশ। রাহুলের সে দিনের মন্তব্যের জবাব এ দিনের সাংবাদিক সম্মেলনে থেকেই দেন তিনি। কংগ্রেস সহ-সভাপতির প্রতি বিহারের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘তা হলে আজকাল কোনও কিছু ঘটার তিন মাস আগেই উনি টের পেয়ে যাচ্ছেন যে এমনটা ঘটতে চলেছে।’’ নীতীশ প্রশ্ন তোলেন, রাহুল যখন সব বুঝতেই পারছিলেন, তা হলে বৈঠকের (নীতীশ-রাহুল) সময় সে কথা বললেন না কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement