রাজাকে খুনের অভিযোগ সোনম এবং রাজের বিরুদ্ধে। ফাইল চিত্র।
রাজের সঙ্গে যদি প্রেমের সম্পর্কই থাকে, তা হলে তাঁর সঙ্গেই পালিয়ে যেতে পারতেন সোনম। তার জন্য তাঁর ভাই রাজাকে খুন করতে হল? এমনই প্রশ্ন তুলেছেন রাজা রঘুবংশীর দাদা বিপিন রঘুবংশী। সংবাদ সংস্থা এনআইকে তিনি বলেন, ‘‘রাজ চাইলে আগেই সোনমকে নিয়ে পালাতে পারত। কিন্তু ভাইকে কেন খুন করতে হল ওদের?’’
রাজকে খুনের নানা তত্ত্ব উঠে এসেছে। যদিও সেই তত্ত্ব যে পুরোটাই সঠিক, এমনটা মনে করছেন না তদন্তকারীরাও। তাই রাজাকে কেন খুন করা হল, আসল কারণের খোঁজ চালাচ্ছেন তাঁরাও। সোনম এবং তাঁর প্রেমিক রাজকে শিলং আদালতে পেশ করা হয়েছিল শনিবার। তাঁদের দু’জনকেই ১৩ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজার দাদা বিপিনের কথায়, ‘‘মেঘালয় পুলিশ রাজ এবং সোনমের হেফাজত আট দিনের বেশি বাড়াতে পারেনি। শুধু তা-ই নয়, কেন রাজ আমার ভাইকে খুন করল সেই কারণও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি।’’
পুলিশের সন্দেহ রাজ এবং সোনম দু’জন মিলেই হত্যার ছক কষেছিলেন। তিন ভাড়াটে খুনিকেই কাজে লাগিয়েছিলেন। তবে বিপিনের বিশ্বাস, শুধু প্রেমের সম্পর্কের কারণে রাজাকে খুন করা হয়নি। এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে। যে রহস্য উদ্ধার করতে রাজ এবং সোনমের নার্কো পরীক্ষা করানো উচিত তদন্তকারীদের। পাশাপাশি বিপিন এটাও জানিয়েছেন, যদি অভিযুক্তদের নার্কো পরীক্ষা না-করানো হয়, তা হলে তিনি হাই কোর্ট এমনকি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন। তাঁর কথায়, ‘‘আমরা কিছুতেই বুঝতে পারছি না, কেন ওরা রাজাকে খুন করল?’’
প্রসঙ্গত, মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে গত ২৩ মে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম। গত ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগে গ্রেফতার হন সোনম, তাঁর প্রেমিক রাজ এবং তিন ভাড়াটে খুনি।