IIT Baba Assaulted

‘নিউজ়রুমে ঢুকে লাঠি দিয়ে মারা হয়েছে’! বিতর্কসভায় ‘আইআইটি বাবা’কে মারধরের অভিযোগ

এ বারের মহাকুম্ভে সকলের নজর কেড়েছিলেন অভয় সিংহ। আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তার পর সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১১:৪৯
Share:

‘আইআইটি বাবা’ অভয় সিংহ।

একটি টিভি চ্যানেলে বিতর্কসভায় গিয়েছিলেন অভয় সিংহ ওরফে ‘আইআইটি বাবা’। তাঁর অভিযোগ, নিউজ়রুমে আচমকাই কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। তাঁদের সকলের পরনে ছিল গেরুয়া পোশাক। নিউজ়রুমেই ‘আইআইটি বাবা’র সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তার পর তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডার একটি বেসরকারি টিভি চ্যানেলের বিতর্কসভায়। এই ঘটনার পর ১২৬ সেক্টর থানার বাইরে প্রতিবাদে ধর্নায় বসেন ‘আইআইটি বাবা’।

Advertisement

যদিও পুলিশ তাঁকে বুঝিয়ে ধর্না থেকে তুলে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। সেক্টর ১২৬ থানার এসএইচও ভূপেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘আইআইটি বাবা’ অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে থানার সামনে ধর্নায় বসেন। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বারের মহাকুম্ভে সকলের নজর কেড়েছিলেন অভয় সিংহ। আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তার পর সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন। ভাইরাল হওয়া তরুণী মোনালিসার মতো অভয়কে নিয়েও হইচই পড়ে গিয়েছিল কুম্ভে। তার পর থেকে সমাজমাধ্যমে তাঁকে নিয়ে নানা চর্চা হচ্ছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কটাক্ষের শিকারও হন ‘আইআইটি বাবা’। তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হার নিশ্চিত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁর ভবিষ্যদ্বাণী বিফলে গিয়েছে। তার পর থেকেই সমালোচনা আর কটাক্ষের মুখে পড়তে হয় ‘আইআইটি বাবা’কে। সেই অভয়কেই এ বার চরম হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement