IIT Delhi

দিল্লি আইআইটির হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ, শরীরে নেই কোনও আঘাতচিহ্ন

বুধবার দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে তরুণের দেহ উদ্ধার করে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র হস্টেলের ঘর থেকে উদ্ধার হল দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ। বুধবার দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে তরুণের দেহ উদ্ধার করে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার দুপুরে কলেজ থেকে ফোন পেয়ে হস্টেলে যায় পুলিশ। দরজা ভেঙে দেখে, বিছানায় পড়ে রয়েছে যুবকের নিথর দেহ। আইআইটির চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হস্টেলের অন্য আবাসিকেরা জানিয়েছেন, সোমবার রাতে শেষ বার নৈশভোজের সময়ে দেখা গিয়েছিল ওই ছাত্রকে। মঙ্গলবার গোটা দিন তাঁকে ঘরের বাইরে দেখা যায়নি। বুধবারও তাঁকে না দেখে সহআবাসিকেরা আইআইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার পরেই তাঁরা থানায় খবর দেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ছাত্রের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে তাঁর ঘরের মেঝেতে বমি পড়ে থাকতে দেখা গিয়েছে। তার থেকে বোঝা যায়, অসুস্থ হয়েছিলেন তিনি। সব দিক পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement