IIT Professor Death

বক্তৃতার মাঝে আচমকা হৃদ্‌রোগ! মঞ্চেই মৃত্যু আইআইটির অধ্যাপকের, বলে গেলেন পাঁচটি শব্দ

আইআইটি কানপুরের এক অধ্যাপক মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন। মঞ্চেই তাঁর মৃত্যু হয়। যাওয়ার আগে তাঁর শেষ বাক্যে ছিল পাঁচটি শব্দ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৩
Share:

আইআইটি কানপুরের অধ্যাপক সমীর খান্দেকার। ছবি: সংগৃহীত।

বক্তৃতার সময় মঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের এক অধ্যাপকের। তাঁর নাম সমীর খান্দেকার। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তনীদের জমায়েতে ভাষণ দিচ্ছিলেন তিনি। তাঁর শেষ বাক্যে ছিল মাত্র পাঁচটি শব্দ। যা বলে মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েন।

Advertisement

অধ্যাপক সমীরের বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন। তাঁর শেষ বাক্যটি ছিল— ‘টেক কেয়ার অফ ইওর হেল্‌থ’ অর্থাৎ, ‘সকলে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।’

এই পাঁচ শব্দ উচ্চারণের পরেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক। তাঁর শরীরে আচমকা অস্বস্তি শুরু হয়। বুকে ব্যথা হতে থাকে। একসময় বুক চেপে ধরে মঞ্চেই বসে পড়েন সমীর। শ্রোতারা তাঁর স্বাস্থ্যের অবনতি প্রথমে টের পাননি। সমীরকে বসে পড়তে দেখে তাঁরা মনে করেছিলেন, তিনি কথা বলতে বলতে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

Advertisement

কিছু ক্ষণ পরে দেখা যায়, সমীর অত্যধিক ঘামছেন। একসময় মঞ্চেই পড়ে যান তিনি। পরিস্থিতি বুঝে অনুষ্ঠানের আয়োজকেরা দ্রুত অধ্যাপককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। হৃদ্‌রোগের কারণেই এই মৃত্যু। তবে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সমীরের পুত্র কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁকে খবর পাঠানো হয়েছে। তিনিই বাবার শেষকৃত্য সম্পন্ন করবেন। মৃতের পরিবার সূত্রে খবর, ২০১৯ সাল থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যধিক বেড়ে গিয়েছিল। আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক সমীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন