চলতি বছরে ভারতে আগাম বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানাল কেন্দ্রীয় মৌসম ভবন বা আইএমডি। —ফাইল চিত্র।
চলতি মরসুমে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই বর্ষা ঢুকতে পারে ভারতে। শনিবার কেন্দ্রীয় মৌসম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে। আইএমডি-র তরফে বলা হয়েছে, ২৭ মে কেরল উপকূলে পৌঁছোতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সাধারণত ১ মে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে বর্ষার আগমন ঘটে। তার পর ৮ মে-র মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে। এই মৌসুমি বায়ুর জন্যই বর্ষার বৃষ্টি শুরু হয় দেশের নানা প্রান্তে।
আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, সম্ভাবনা অনুসারে বর্ষা যদি সত্যিই ২৭ মে ভারতে ঢুকে পড়ে, তবে ১৬ বছর পর এই প্রথম এত দ্রুত মৌসুমি বায়ু ঢুকবে কেরলে। এর আগে ২০০৯ সালে ২৩ মে বর্ষা ঢুকেছিল কেরলে।
আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, এই বছর এল নিনো পরিস্থিতি নেই। ফলে বর্ষার খামখেয়ালি আচরণের সম্ভাবনা নেই। চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিরই পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন বলেন, “ভারতে এ বার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।” জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে ১০৫ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।