কলকাতায় অস্বস্তিকর গরমের পূর্বাভাস আরও কিছু দিন। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় জারি থাকবে গরমের অস্বস্তি। তবে চারটি জেলায় রবিবার থেকে বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এখন গরম কমার কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে গরমের অস্বস্তি জারি থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আরও অন্তত দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ। তার পরের চার দিন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণে হাঁসফাঁস গরম হলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আগামী দু’দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা-ও ২.৩ ডিগ্রি বেশি।