India Pakistan Tension

জেলে ড্রোন হামলা হতে পারে, ইমরানকে জামিন দিন! ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাক আদালতে আবেদন তাঁর দলের

পাকিস্তানের রাওয়ালপিন্ডির জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে তাঁর জামিনের আবেদন জমা পড়েছে। কারণ হিসাবে ভারতের সম্ভাব্য ড্রোন হামলার কথা জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৫:৩০
Share:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। —ফাইল চিত্র।

পাকিস্তানের আদালতে ইমরান খানের জামিনের আবেদন জানাল তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার এই আবেদন জমা পড়েছে ইসলামাবাদ হাই কোর্টে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে জেলে ড্রোন হামলার আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী। এখনও পর্যন্ত এই মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।

Advertisement

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। ৭২ বছর বয়সি এই রাজনৈতিক নেতাকে ২০২৩ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। তাঁর দল পিটিআইয়ের তরফে একটি হোয়াটস্‌অ্যাপ বার্তায় জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে ইমরানের জামিনের আবেদন জানিয়েছেন।

দলের বার্তা অনুযায়ী, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় সম্প্রীতি, সংহতি রক্ষার জন্য এবং আদিয়ালা জেলে ড্রোন হামলার সম্ভাবনা বিবেচনা করে ইমরান খানকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।’’

Advertisement

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। দু’বছর ধরে তিনি জেলবন্দি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানকে ওই ঘটনার জন্য দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পরে গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। পাক জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যোগাযোগ প্রথম দিন থেকেই অস্বীকার করে আসছে। তারা জানিয়েছে, ভারতের ‘কাপুরুষোচিত হামলা’য় পাকিস্তানের অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান এর যোগ্য জবাব দেওয়ার কথাও জানায়। তার পরেই বৃহস্পতিবার ভারতের সীমান্তে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ প্রতিহত করেছে। এই সংঘাতের আবহের সুযোগেই ইমরানের জামিনের আবেদন জানাল তাঁর দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement