India Pakistan Tension

পাক সীমান্তরক্ষীদের মদতে জম্মুতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! বিএসএফের গুলিতে হত সাত, পাকিস্তানি সীমান্তঘাঁটিও ধ্বংস

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সেই চেষ্টা রুখে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্তত সাত জঙ্গি নিহত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১২:৪৪
Share:

জম্মুর সাম্বা সেক্টরে বিএসএফের সঙ্গে পাক জঙ্গিদের গুলির লড়াই। ছবি: ভিডিয়ো থেকে।

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সেই চেষ্টা রুখে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্তত সাত জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বিএসএফের তরফে ওই সময়ের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে।

Advertisement

বিএসএফের দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘন জঙ্গলের ছবি। নিস্তব্ধতার মধ্যে একের পর এক গুলি চলেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই-ও। বিএসএফের তরফে জানানো হয়েছে, ৮ এবং ৯ তারিখের মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে তা ধরা পড়ে যায়। পিটিআইকে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে এই অনুপ্রবেশের চেষ্টাকে সাহায্য করা হচ্ছিল। অনবরত সেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যাতে ওই জঙ্গিরা উল্টো দিক থেকে কোনও বাধার সম্মুখীন না হয়। পাকিস্তানি রেঞ্জার্সের ধনধর পোস্টটিও বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি।

আন্তর্জাতিক সীমান্ত বরাবর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সজাগ আছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্তলাগোয়া এলাকায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সীমান্তের ও পার থেকে একের পর এক রকেট উড়ে আসে। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলি ধ্বংস করে দিয়েছে। জম্মু, জৈসলমের, চণ্ডীগড়, অমৃতসর-সহ বহু শহরে ‘ব্ল্যাকআউট’ ছিল। শোনা যাচ্ছিল সাইরেনের শব্দ। পাকিস্তানি হামলার কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। প্রতি রাতে সেখানে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। বৃহস্পতিবারও তা চলেছে। তার মাঝেই সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement