National News

টয়লেট থেকে উদ্ধার ২ দিনের শিশুর দেহ!

পালাক্কাড়ে ডাক্তার আবদুল রহমানের বাড়ির পাশেই তাঁর ক্লিনিক। দেখা যায়, সেই ক্লিনিকের শৌচাগারের প্যানে জল নামছে না। কোনও কিছুর বাধায় তা আটকে যাচ্ছে। ডাক্তার রহমান তখন শৌচাগার পরিষ্কার করার জন্য কলের মিস্ত্রি ডাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১৭:১৭
Share:

সেই টয়লেট, যেখান থেকে উদ্ধার করা হয় মৃত সদ্যোজাতের দেহ।

একটি ক্লিনিকের শৌচাগারের প্যান থেকে একটি দু’দিনের মৃত শিশুর দেহ উদ্ধার করা হল। কেরলের পালাক্কাড় জেলায়। শিশুটির দেহের সঙ্গে নাড়িও জড়িয়ে ছিল। শুক্রবার সকালের ঘটনা।

Advertisement

পালাক্কাড়ে ডাক্তার আবদুল রহমানের বাড়ির পাশেই তাঁর ক্লিনিক। দেখা যায়, সেই ক্লিনিকের শৌচাগারের প্যানে জল নামছে না। কোনও কিছুর বাধায় তা আটকে যাচ্ছে। ডাক্তার রহমান তখন শৌচাগার পরিষ্কার করার জন্য কলের মিস্ত্রি ডাকেন।

পুলিশ জানাচ্ছে, সেই কলের মিস্ত্রিরা গিয়ে দেখেন, প্যানের ভিতরে বলের মতো একটা কিছু ঢুকে রয়েছে। পরে তাঁরা দেখেন, সেটা একটি মৃত শিশুর দেহ। তার বয়স বড়জোর দু’দিনের। এমনকী, সেই শিশুটির দেহের সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের নাড়িও।

Advertisement

আরও পড়ুন- ধর্ম-জাত সর্বনাশা, তাই এঁরা কেরলের কাস্টলেস পরিবার​

আরও দেখুন- হিজাব পরা বডি বিল্ডার, কেরলের ‘স্ট্রং ওম্যান’

পুলিশের সন্দেহ, ওই শিশুটিকে তার মা, বাবা ক্লিনিকে দেখাতে নিয়ে এসেছিলেন। তবে যেহেতু শিশুটির সঙ্গে মায়ের নাড়িও জড়িয়ে থাকতে দেখা গিয়েছে, তাই এটাও সন্দেহ করা হচ্ছে, ওই শৌচাগারেই সম্ভবত শিশুটির জন্ম দেন তার মা।

ক্লিনিকে ওই সময় কোন কোন রোগী ভর্তি ছিলেন, সেই সব রেকর্ড পরীক্ষা করে দেখছে পুলিশ।

ক্লিনিকের মালিক ডাক্তার রহমান একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন পুলিশের কাছে।

পুলিশ জানাচ্ছে, ‘‘তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত শিশুটির মা, বাবার হদিশ মেলেনি।’’

শিশুটির দেহ ময়না তদন্তের জন্য ত্রিশূর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement