— প্রতীকী চিত্র।
প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই অ্যাম্বুল্যান্সের ধাক্কায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক বাইকে ধাক্কা দেয় অ্যাম্বুল্যান্সটি। তার মধ্যে একটিতে সওয়ার ছিলেন এক দম্পতি। শনিবার রাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। বেঙ্গালুরুর রিচমন্ড সার্কলে এই দুর্ঘটনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যালে দাঁড়িয়ে ছিল দু’চাকার যানগুলি। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি যানে ধাক্কা দেয় অ্যাম্বুল্যান্সটি। একটি স্কুটারকে বেশ কয়েক মিটার পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়। শেষে পুলিশ আউটপোস্ট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ে সেই ঘাতক অ্যাম্বুল্যান্স। স্কুটারে সওয়ার ৪০ বছরের ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানু ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের কাছের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।