National News

হঠাৎ অসুস্থ কেরলের মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিজয়নের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গড়া হয়েছে। তাতে সংক্রামক রোগ বিশেষজ্ঞরাও রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ১৩:৪৩
Share:

পিনারাই বিজয়ন। ছবি- সংগৃহীত।

অসুস্থ হয়ে পড়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Advertisement

শুক্রবার রাতে তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার কোনও বিশেষ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা না হলেও, হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিজয়নের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গড়া হয়েছে। তাতে সংক্রামক রোগ বিশেষজ্ঞরাও রয়েছেন।

Advertisement

আরও পড়ুন- গেরুয়া ঝড়, মানিক বদলে ‘হিরা’কেই বাছল ত্রিপুরা​

আরও পড়ুন- গো-রক্ষার নামে তাণ্ডব, রামকৃষ্ণ মিশন ক্ষুব্ধ​

শুক্রবার কেরলে এক উপজাতি যুবকের বাড়িতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন বিজয়ন। মধু চিন্দোকি নামে ওই যুবক খাবার চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়েছিলেন। মধুর বাড়িতে গিয়ে তাঁর পরিজনদের যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কেরলের মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement