National News

অমরনাথ হামলার মাস্টারমাইন্ড ইসমাইল খতম

২৬ বছর বয়সী আবু ছিল পাকিস্তানের নাগরিক। নাশকতামূলক কাজকর্ম করতে বছরদু’য়েক আগে সীমান্ত পেরিয়ে আবু ঢুকে পড়েছিল ভারতে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৯
Share:

লস্কর-ই-তৈবার নিহত দঙ্গি আবু ইসমাইল। -ফাইল চিত্র।

শ্রীনগরের নওগাঁয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তৈবা জঙ্গি আবু ইসমাইল বৃহস্পতিবার নিহত হয়েছে। আবুই গত জুলাইয়ে অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল বলে পুলিশের ধারণা। ওই হামলায় ৮ তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ দিন আরও এক জঙ্গি নিহত হয়েছে।

Advertisement

২৬ বছর বয়সী আবু ছিল পাকিস্তানের নাগরিক। নাশকতামূলক কাজকর্ম করতে বছরদু’য়েক আগে সীমান্ত পেরিয়ে আবু ঢুকে পড়েছিল ভারতে।

আরও পড়ুন- ‘এমন আতঙ্কের অসুখে কাশ্মীরিদের আগে কখনও ভুগতে দেখিনি’

Advertisement

আরও পড়ুন- পরমাণু বিদ্যুত্ নিয়ে ভয়টা অযথা, একান্ত সাক্ষাত্কারে পরমাণু শক্তি সচিব

পুলিশ জানাচ্ছে, গত জুলাইয়ে গুজরাত ও মহারাষ্ট্র থেকে আসা অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাসে বড়সড় হামলা চালানোর পর আবু উপত্যকায় লস্কর-ই-তৈবার সংগঠন প্রসারেও বড় ভূমিকা নিয়েছিল। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরে পুলিশ, নিরাপত্তাকর্মী সহ সাধারণ মানুষের ওপর জঙ্গি হামলার ঘটনাগুলিতেও জড়িত ছিল আবু। গত মাসে কাশ্মীরে লস্কর-ই-তৈবার প্রধান আবু দুজানা নিহত হওয়ার পর আবুই ছিল ওই জঙ্গি সংগঠনের শীর্ষ দায়িত্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন