সংসদ নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় জবাব চাওয়া হয়েছিল সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার কাছে। তাতে বঢরা প্রশ্ন তুলেছেন ‘ভাবপ্রকাশের মৌলিক অধিকার’ নিয়ে। বলেছেন, ‘‘আমি সংসদকে সম্মান করি।’’ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ঠিক করবেন, বঢরার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে স্বাধিকার রক্ষা কমিটির কাছে যাওয়া হবে কি না।