জম্মু ও কাশ্মীর

তরুণদের দলে টানতে ভিডিও আইএমের

চোরাগোপ্তা প্রচার নয়। কাশ্মীরি তরুণদের দলে টানতে ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গিগোষ্ঠীর এ বার হাতিয়ার করল হোয়াট্স অ্যাপে ভিডিও-বার্তাকে। বুরহান মুজাফ্ফর ওয়ানি নামের বছর একুশের এক আইএম কম্যান্ডারকে সম্প্রতি তেমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে। সেখানে কাশ্মীরবাসীর উদ্দেশে সরাসরি জেহাদি বার্তা ঘোষণা করেছে সে। পরোক্ষে ওই ভিডিওতে পুলিশ প্রশাসনকে হুমকিও দিয়েছে বুরহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০৩:৩৫
Share:

চোরাগোপ্তা প্রচার নয়। কাশ্মীরি তরুণদের দলে টানতে ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গিগোষ্ঠীর এ বার হাতিয়ার করল হোয়াট্স অ্যাপে ভিডিও-বার্তাকে। বুরহান মুজাফ্ফর ওয়ানি নামের বছর একুশের এক আইএম কম্যান্ডারকে সম্প্রতি তেমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে। সেখানে কাশ্মীরবাসীর উদ্দেশে সরাসরি জেহাদি বার্তা ঘোষণা করেছে সে। পরোক্ষে ওই ভিডিওতে পুলিশ প্রশাসনকে হুমকিও দিয়েছে বুরহান।

Advertisement

সাকুল্যে মিনিট সাতেকের ভিডিও। প্রশাসনের একাংশ অবশ্য তাতেই সিঁদুরে মেঘ দেখছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন জারি রেখেছে পাক সেনা। বিচ্ছিন্ন ভাবে হলেও, ভূস্বর্গের একাধিক মিছিলে পাক পতাকার মতো উড়তে দেখা গিয়েছে ইসলামিক স্টেটের কালো পতাকাও। তাই এই পরিস্থিতিতে আইএমের সম্প্রতি প্রকাশিত হোয়াট্স অ্যাপ ভিডিও ঘিরে সকলের মধ্যে বাড়ছে আশঙ্কা। পুলিশের দাবি, বুরহানের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায়। কিন্তু এখন সে ঠিক কোন প্রান্তে, ভিডিও-র সূত্র ধরে তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

ভিডিওতে বুরহানের মুখ অবশ্য এ বারই প্রথম নয়। মাস খানেক আগেই অন্য একটি ভিডিওতে তাকে জঙ্গি প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক ভিডিওতেও তাকে সেনা-পোশাকেই দেখা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

বুরহানের দু’পাশে কালাশনিকভ রাইফেল হাতে অজ্ঞাতপরিচয় দুই জঙ্গি দাঁড়িয়ে রয়েছে। তার সামনেই ধর্মগ্রন্থ খোলা। সকলের উদ্দেশে তাকে বলতে শোনা গিয়েছে, ‘‘এসো তোমরা, দলে যোগ দাও। একান্তই না পারলে অন্য যে ভাবে পারো সাহায্য করো।’’

‘অন্য যে ভাবে পারো’ মানে কী? পুলিশের মতে, অন্য ভাবে সাহায্য বলতে, পুলিশের চরবৃত্তি থেকে তাদের দূরে থাকার নির্দেশ দিয়েছে বুরহান। একই সঙ্গে পুলিশের উদ্দেশে তার বার্তা— ‘‘আমাদের পুলিশ আমাদের দিকেই আজ বন্দুক তাক করছে। চাইলে আমরাও তার পাল্টা জবাব দিতে পারি। দিচ্ছি না, তাদের পরিবারের কথা মাথায় রেখেই।’’

পুলিশ যদিও গত মাসের ভিডিও পাওয়ার পর থেকেই হন্যে হয়ে খুঁজছে আইএম কম্যান্ডার বুরহানকে। দশম শ্রেণির নেহাতই এক মুখচোরা ছাত্র থেকে পাঁচ বছরে যার মাথার দাম ইতিমধ্যেই ১০ লাখ ছাড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন