Income Tax

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বেড়ে ৩১ অগস্ট

নতুন সিদ্ধান্তের আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। তাই যাঁরা এখনও আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা জমা দেওয়ার জন্য আরও এক মাস বেশি সময় পেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ২১:৩২
Share:

নিজস্ব চিত্র

২০১৮-’১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অগস্ট করা হল। বৃহস্পতিবার টুইট করে এই সময়সীমা বাড়ানোর কথা জানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Advertisement

নতুন সিদ্ধান্তের আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। তাই যাঁরা এখনও আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা জমা দেওয়ার জন্য আরও এক মাস বেশি সময় পেলেন।

পাশাপাশি, রিটার্ন জমা দেওয়ার পর তা যাচাই করে নেওয়ার নির্দেশও দিয়েছে অর্থমন্ত্রক। রিটার্ন জমা দেওয়ার পর তা ই-মেল, আধার, এটিএম অথবা নেটব্যাঙ্কিং-এর মাধ্যমে যাচাই করে নিতে হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে তার মাধ্যমেও রিটার্ন যাচাই করে নেওয়া সম্ভব বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Advertisement

আরও পড়ুন: তথ্যফাঁসের প্রভাব ফেসবুকে, বাজার থেকে গায়েব ৯ লক্ষ কোটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement