Indian Coast Guard

Independence Day: জলের তলায় জাতীয় পতাকা উত্তোলন উপকূল রক্ষী বাহিনীর, দেখুন ভিডিয়ো

দেশ জুড়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের উপকূলে জলের নীচে সফল ভাবে জাতীয় পতাকা উত্তোলন করল আইসিজি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১১:৫৬
Share:

জলের তলায় ভারতীয় কোস্ট গার্ড বাহিনীর পতাকা উত্তোলন। ছবি: টুইটার।

সোমবার দেশ জুড়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হচ্ছে। আর সেই উপলক্ষ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের উপকূলে জলের তলায় সফল ভাবে জাতীয় পতাকা উত্তোলন করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইসিজি)।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জলের নীচে পতাকা উত্তোলনের এই ভিডিও শেয়ার করেছে। উপকূল রক্ষী বাহিনীর সদস্যেরা এই পতাকার সঙ্গে ছবিও তুলেছেন। এই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করার পর অনেকে উপকূল রক্ষী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

প্রসঙ্গত, ১৫ অগস্ট সোমবার দেশে জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির জন্য ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্‌যাপনের অংশ হিসাবেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন