India-Pakistan

ভারতের জেলে কত জন পাকিস্তানি? পাক জেলে কত জন ভারতীয়? তালিকা বিনিময় করল দুই দেশ

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২,৬৬২ জন মৎস্যজীবী এবং ৭১ জন (অসামরিক) বন্দিকে পাকিস্তান থেকে এ দেশে ফিরিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৭:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের জেলে পাকিস্তানের কত জন বন্দি রয়েছেন, সে দেশে ভারতের কত জন বন্দি, সেই তালিকা বিনিময় করল দুই দেশ। মঙ্গলবার দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক মাধ্যমে একে অন্যের সঙ্গে এই বন্দি-তালিকা বিনিময় করল ভারত এবং পাকিস্তান। পরে বিবৃতি দিয়ে তা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ২০০৮ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মেনে প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই দুই দেশ পরস্পরের সঙ্গে এই বন্দি-তালিকা বিনিময় করে।

Advertisement

ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, নয়াদিল্লি ৩৮২ জন (অসামরিক) বন্দি এবং ৮১ জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন পাকিস্তানের নাগরিক, কয়েক জনকে মনে করা হচ্ছে পাকিস্তানের নাগরিক। সকলেই এখন ভারতের হেফাজতে রয়েছেন। পরিবর্তে পাকিস্তান ৫৩ জন (অসামরিক) বন্দি এবং ১৯৩ জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে। তাঁরা হয় ভারতেরই নাগরিক, নয়তো পাকিস্তান মনে করছে তাঁরা ভারতের নাগরিক।

পাকিস্তানে আটক ভারতীয় বন্দিদের মধ্যে ১৫৯ জনকে আগেই মুক্তি দিয়ে ফেরত পাঠাতে বলেছে নয়াদিল্লি। তারা জানিয়েছে, ওই বন্দিদের সাজা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ওই ১৫৯ জনের মধ্যে মৎস্যজীবীও রয়েছেন। পাশাপাশি, নয়াদিল্লি আরও জানিয়েছে, ভারতীয় বলে মনে করা হচ্ছে, এমন ২৬ জন বন্দি যাতে ভারতীয় দূতাবাসের সহায়তা পান, সেই ব্যবস্থা করা হোক। হেফাজতে এবং হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরে ভারতীয় বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছে নয়াদিল্লি। সেই সঙ্গে, এ দেশে বন্দি ৮০ জন, যাঁদের পাকিস্তানি বলে মনে করা হচ্ছে, তাঁদের পরিচয় শীঘ্রই ইসলামাবাদকে নিশ্চিত করতেও বলা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২,৬৬২ জন মৎস্যজীবী এবং ৭১ জন (অসামরিক) বন্দিকে পাকিস্তান থেকে এ দেশে ফিরিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৫০০ মৎস্যজীবী এবং ১৩ জন (অসামরিক) বন্দিকে পাকিস্তান থেকে ভারতে ফেরানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement