রামানুজ গুপ্ত সুপার ডিভিশন ফুটবল লিগে আজ জিতল ইন্ডিয়া ক্লাব। ৫-০ গোলে। বিপক্ষ পিএইচই রিক্রিয়েশন ক্লাব ৬ ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে। ইন্ডিয়া ক্লাবও আজ ষষ্ঠ ম্যাচ খেলে। ৩টি জিতেছে। ১টি ড্র। ২টি ম্যাচে হেরে গিয়েছিল এরা।
আগামী কাল কোনও খেলা নেই। শনিবার খেলা শিলচর স্পোর্টিং ক্লাব বনাম টাউন ক্লাব। সব দল ৬টি করে ম্যাচের পর শিলচর স্পোর্টিং ক্লাব-ই পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।