Tariff War

তুলো আমদানিতে আপাতত কর ছাড় ভারতের! ট্রাম্পের শুল্ক-জুজুর চিন্তা দূর করতেই কি উদ্যোগ?

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কর মকুবের বিষয়টি জানায়। এর ফলে, বস্ত্র শিল্পের কারবারিরা উপকৃত হবেন। মঙ্গলবার থেকে কার্যকর হবে কর ছাড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৪:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতে তুলো আমদানিতে আপাতত দিতে হবে না শুল্ক! ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিয়ে এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুধু তুলোর উপর নয়, কৃষিক্ষেত্রেও পরিকাঠামো ও উন্নয়ন কর আপাতত মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ।

Advertisement

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কর মকুবের বিষয়টি জানায়। ১৯ অগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে কার্যকর হবে। উল্লেখ্য, এই কর ছাড়ের আগে ব্যবসায়ীদের তুলো আমদানিতে ১১ শতাংশ শুল্ক নেওয়া হত, যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিতে হবে না। এর ফলে, বস্ত্র শিল্পের কারবারিরা উপকৃত হবেন।

ভারতীয় পণ্যের উপর দু’দফায় ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিপদে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। আমেরিকার বাজারে রফতানিতে ধাক্কা খেয়েছেন অনেকে। কী ভাবে এই ধাক্কা সামলানো সম্ভব, তার পথ খুঁজছেন ব্যবসায়ীরা। সেই আবহে নরেন্দ্র মোদী সরকার তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অযৌক্তিক’ বলে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। শুধু তা-ই নয়, ব্যবসায়ীদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

সরকারি সূত্রের ব্যাখ্যা, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী যদি সত্যিই ভারত থেকে আমেরিকা পণ্যের উপরে ২৫ শতাংশ এবং তার উপরে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক— সব মিলিয়ে ৫০ শতাংশ করের বোঝা চাপে, তা হলে ভারতের ছোট-মাঝারি শিল্পে বড় ধাক্কা লাগবে। বিশেষ করে চর্মশিল্প, অলঙ্কার, বস্ত্র শিল্পের মতো ক্ষেত্রে যেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান হয়, সেখানে ধাক্কা লাগবে। অনেকে মনে করছেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বার্তা দিতে চাইছেন যে, তিনি দেশের কৃষক, পশুপালকদের স্বার্থরক্ষা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement