India

নাকু লা-য় চিনা অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ‘ছোটখাটো গোলমাল’ বলছে ভারতীয় সেনা

ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় চিনা বাহিনী। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১১:৪০
Share:

সিকিমের নাকু লা-য় ভারত ও চিনে সেনার সংঘর্ষ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

গলওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এ বার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে ভারতীয় সেনা বিবৃতি দিয়ে বিষয়টিকে ‘ছোট সংঘর্ষ’ বলে ব্যাখ্যা করেছে।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে নাকু লা-য় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দেশের বাহিনী। গলওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল ভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চিনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।

সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০ জানুয়ারি নাকু লা-য় ‘ছোট সংঘর্ষ’ ঘটেছিল। স্থানীয় সেনা আধিকারিকরাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। সংবাদমাধ্যমকে এ নিয়ে ‘অতিরঞ্জিত’ রিপোর্ট এড়ানোর পরামর্শও দিয়েছে সেনা।

Advertisement

ঘটনার জেরে থমথমে ওই এলাকার পরিস্থিতি। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গলওয়ানের সংঘর্ষের পর নাকু লা-র ওই ঘটনায় ভারত-চিন সীমান্ত সঙ্ঘাত ফের ভিন্ন মাত্রা পেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন