‘কর-সন্ত্রাস থেকে কর-স্বচ্ছতার পথে এগোচ্ছে ভারত’, বার্তা মোদীর

এদিন মোদী বার্তা দেন, কেন্দ্রীয় সরকারের বর্তমান কর নীতির কারণে এখন আর করদাতাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয় না। এমন কি কর্পোরেট ক্ষেত্রেও কর ব্যবস্থার অনেক সরলীকরণ হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ২০:১৪
Share:

কটকে আয়কর অ্যাপিলেট ট্রাইবুন্যালের নতুন অফিস তথা বাসস্থানের উদ্বোধনে মোদী। ছবি: পিটিআই

দেশের কর ব্যবস্থা নিয়ে মানুষ আর ভয় পান না। কর কাঠামো এবং সংগ্রহের পদ্ধতি এখন অনেক বেশি স্বচ্ছ এবং সরল। কটকে আয়কর অ্যাপিলেট ট্রাইবুন্যালের নতুন অফিস তথা বাসস্থানের উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘ভারত ক্রমে কর-সন্ত্রাস থেকে কর-স্বচ্ছতার পথে এগোচ্ছে।’’

Advertisement

পাশাপাশি তিনি সাম্প্রতিককালে কর ব্যবস্থার পরিবর্তন নিয়ে বলেন, ‘‘কর সংগ্রহ করার সময় সাধারণ মানুষকে কখনই অসুবিধায় ফেলা যাবে না। সরকার করের নীতিতে পরিবর্তন করে বার্ষিক ৫ লক্ষ টাকার কম আয়ের মানুষদের আয়কর সীমার বাইরে রেখেছে। এতে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়েছে।’’

আরও পড়ুন: লাইভ: বিহারের ফলে স্পষ্ট কাজ করলে সমর্থন মিলবে: মোদী

Advertisement

কটকে প্রায় ১.৬০ একর জমির উপর তৈরি হয়েছে এই নতুন কমপ্লেক্সটি। এটিতে রয়েছে অফিস ও বাসস্থান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এদিন মোদী বার্তা দেন, কেন্দ্রীয় সরকারের বর্তমান কর নীতির কারণে এখন আর করদাতাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয় না। এমন কি কর্পোরেট ক্ষেত্রেও কর ব্যবস্থার অনেক সরলীকরণ হয়েছে।

আরও পড়ুন: তেজস্বীর সাফল্যের নেপথ্য কারিগর, কে এই সঞ্জয় যাদব?

ভারতের কর ব্যবস্থা নিয়ে এদিন অন্য দেশের সঙ্গেও তুলনা টানেন মোদী। তিনি বলেন, ‘‘অন্য দেশের থেকে ভারতের কর ব্যবস্থা অনেক উন্নত। ভারতীয় কর ব্যবস্থায় মূল গুরুত্ব পান করদাতারাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন