— প্রতীকী চিত্র।
অনুপ্রবেশ রোধ ও নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ৯৩ শতাংশ এলাকায় বেড়া লাগানোর কাজ শেষ করে ফেলেছে। ভারত-বাংলাদেশ সীমান্তের ৭৯ শতাংশ এলাকায় এ কাজ শেষ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান সীমান্তে ২১৩৫.১৩৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়েছে। অন্য দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া হয়েছে ৪০৯৬.৭০ কিলোমিটার এলাকায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দেওয়া জবাবে জানানো হয়েছে, ভারত-মায়ানমার সীমান্তেও বেড়া দেওয়ার কাজ এগিয়েছে। সেখানে ১৬৪৩ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়েও প্রশ্নের জবাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০১৪ সাল থেকে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়নি। অন্য দিকে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল এবং ভুটান সীমান্তে ২০১৪ সাল থেকে ২৩,৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে বাংলাদেশ সীমান্তে। ২০১৪ সাল থেকে ওই সীমান্তে আটক হয়েছেন ১৮,৮৫১ জন অনুপ্রবেশকারী। অন্য দিকে মায়ানমার সীমান্তে ১১৬৫ জন, পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন ও নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে। ২০২৫ সালে নভেম্বর পর্যন্ত মাসভিত্তিক তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ সীমান্তে ২৫৫৬ জন, মায়ানমার সীমান্তে ৪৩৭, পাকিস্তান সীমান্তে ৪৯ ও নেপাল-ভুটান সীমান্তে ৭৮ জনকে পাকড়াও করা হয়েছিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে