বিশ্ব বাণিজ্য সংস্থায় আমেরিকার উপর পাল্টা শুল্ক বসানোর প্রস্তাব দিল ভারত। —প্রতীকী চিত্র।
ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যে আমদানি শুল্ক বসানোর পাল্টা। এ বার বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আমেরিকার বেশ কয়েকটি পণ্যে ‘পাল্টা শুল্ক’ চাপানোর প্রস্তাব দিল ভারত। সংবাদ সংস্থা পিটিআই এবং রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে ভারত আমেরিকার কোন কোন পণ্যে পাল্টা শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে, তা স্পষ্ট নয়।
বিশ্ব বাণিজ্য সংস্থার সূত্রে জানা গিয়েছে, আমেরিকা থেকে ভারতে আমদানি হওয়া পণ্যের ক্ষেত্রে বেশ কিছু আর্থিক ছাড় দিত ভারত। কিন্তু ভারত এ বার সেই ছাড় স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। গত ৯ মে এই মর্মে প্রস্তাব যায় বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে। এর ফলে ছাড়ের সমপরিমাণ আমদানি শুল্ক চাপতে পারে ওই পণ্যগুলির উপরে। প্রসঙ্গত, বছরে প্রায় ৩০০ কোটি ডলারের (প্রায় ২৬ হাজার ২৫০ কোটি টাকা) ইস্পাত ভারত থেকে আমদানি করে ট্রাম্পের দেশ। অ্যালুমিনিয়াম রফতানির পরিমাণ আরও কিছুটা কম। এ ছাড়া অন্য কিছু ধাতব পণ্যও আমেরিকায় রফতানি করে ভারত।
গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক আদায় করার কথা জানায় ট্রাম্প প্রশাসন। গত এপ্রিলে এই বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চেয়েছিল ভারত। কিন্তু জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে চায়নি ওয়াশিংটন।