COVID-19

গত দিনের তুলনায় কমেছে আক্রান্ত, তবে উদ্বেগ বাড়িয়েছে সক্রিয় রোগীর সংখ্যা

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, সোমবার পর্যন্ত দেশে এই নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। দেশে রবিবার পর্যন্ত জেএন.১ উপরূপে আক্রান্তের সংখ্যা ছিল ৬৩।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ২০:৩৭
Share:

দেশে ক্রমে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। — ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১২ জন। মঙ্গলবার এই পরিসংখ্যান দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই সময়ে দেশে কোভিডে মৃত্যু হয়েছে তিন জনের। সকলেই কর্নাটকের বাসিন্দা। দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় একটু কমলেও সক্রিয় রোগীর সংখ্যা চিন্তা বৃদ্ধি করছে। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪,১৭০। মনে করা হচ্ছে ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এর প্রভাবেই বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, সোমবার পর্যন্ত দেশে এই নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন ৬৯ জন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে এখন পর্যন্ত কোভিডে মারা গিয়েছেন পাঁচ লক্ষ ৩৩ হাজার ৩৩৭ জন। এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন চার কোটি ৫০ লক্ষ ন’হাজার ৬৬০ জন। দেশে সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সক্রিয় রোগীর মধ্যে বেশির ভাগই আবার কেরলে। সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩,১২৮। ৩৩৪ জন কর্নাটকের, ৩৭ জন গোয়ার।

দেশে রবিবার পর্যন্ত জেএন.১ উপরূপে আক্রান্তের সংখ্যা ছিল ৬৩। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই গোয়ার বাসিন্দা। সেখানে নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। ন’জন মহারাষ্ট্রের, আট জন কর্নাটকের, ছ’জন কেরলের, চার জন তামিলনাড়ুর, দু’জন তেলঙ্গানার বাসিন্দা। বিশেষজ্ঞেরা মনে করছেন, নতুন উপরূপ ততটা ভয়ঙ্কর নয়, তবে ছোঁয়াচে। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement