National News

বিদেশ থেকে দেশে টাকা পাঠানোয় এগিয়ে ভারতীয়রাই, জানাচ্ছে বিশ্বব্যাঙ্ক

বিদেশে বসবাসকারী ভারতীয়রা গত বছর এ দেশে ৭৯০০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। ভারতীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১৬:৫২
Share:

দেশে অর্থ পাঠানোর জন্য বেশ ভাল রকমই টাকা খরচ করতে হয় ভারতীয়দের।

কেরলের বন্যাদুর্গতদের জন্যই হোক বা ব্যক্তিগত সাহায্যে, ২০১৮-তে বিদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন ভারতীয়রাই। দেশে প্রেরিত অর্থের নিরিখে গোটা বিশ্বে ভারতীয়রাই রয়েছেন শীর্ষ স্থানে। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।

Advertisement

সোমবার বিশ্বব্যাঙ্কের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’-এর প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বিদেশে বসবাসকারী ভারতীয়রা গত বছর এ দেশে ৭৯০০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। ভারতীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা।

গত কাল বিশ্বব্যাঙ্কের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “২০১৮-তে বিদেশে থেকে ভারতে প্রেরিত অর্থ বেড়েছে ১৪ শতাংশেরও বেশি। কেরলের বন্যা বিপর্যরের কারণেও এই আর্থিক সাহায্যে বৃদ্ধি ঘটেছে। কারণ, সে সময় বিদেশে কর্মরত ভারতীয়রা এ দেশে আর্থিক সাহায্য পাঠিয়েছেন।”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দেশে প্রেরিত অর্থের নিরিখে ভারতের পরেই রয়েছে চিন (৬৭০০ কোটি ডলার), মেক্সিকো (৩,৬০০ কোটি ডলার)-র নাম।

আরও পড়ুন: বোরখা পরিয়ে স্বামীকে রেস্তরাঁয় নিয়ে গেলেন পাক তরুণী, কেন জানেন?

আরও পড়ুন: অবশেষে ‘ক্ষত’ মেরামতের চেষ্টা, ক্ষুব্ধ আডবাণী-জোশীর সঙ্গে দেখা করলেন অমিত শাহ

দেশে অর্থ পাঠানোর জন্য বেশ ভাল রকমই টাকা খরচ করতে হয় ভারতীয়দের। ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে হলে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চার্জ পড়ে গড়ে ১১ শতাংশ। অন্য দিকে, ডাকঘরগুলিতে সে জন্য ৭ শতাংশ হারে চার্জ কেটে নেয়। ২০১৫-তে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, এই খরচের হার ৩ শতাংশে নামিয়ে আনতে চায় তারা।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন