CISCE ISC 12th Toppers 2024

আইএসসিতে রাজ্যে প্রথম তিনে ১৪ জন মেয়ে, সম্ভাব্য তালিকা প্রকাশ কাউন্সিলের

এ বছর দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় ফল ঘোষণা করা হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৫:০৫
Share:

প্রতীকী চিত্র।

সোমবার প্রকাশিত হয়েছে কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই) আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল। এ বছর দ্বাদশের পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় ফল ঘোষণা করা হল। দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আইএসসি-র প্রথম তিনে রয়েছে ১৪ জন মেয়ে।

Advertisement

এ বছর উভয় ক্ষেত্রেই কোনও মেধাতালিকা প্রকাশ করেনি কাউন্সিল। পড়ুয়াদের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা থেকে দূরে রাখতেই কাউন্সিলের এই সিদ্ধান্ত। তবে পশ্চিমবঙ্গ থেকে কারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন এ বারের আইএসসিতে, তার একটি সম্ভাব্য তালিকা সন্ধের দিকে প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে সম্ভাব্য প্রথম তিনের সমস্ত তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, প্রথম তিনের তালিকায় ১৪ জনই ছাত্রী।

রইল সম্পূর্ণ তালিকা—

Advertisement

প্রথম স্থান, প্রাপ্ত নম্বর-৩৯৯ (৯৯.৭৫ শতাংশ)

১) রিভিয়া শরফ, লা মার্টিনিয়ার ফর গার্লস, কলকাতা।

২) ঋতীশা বাগচী, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা।

দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর-৩৯৮ (৯৯.৫০ শতাংশ)

১) মান্য কেজরিওয়াল, লা মার্টিনিয়ার ফর গার্লস, কলকাতা।

২) ইন্দ্রাণী নিয়োগী, সেন্ট জোসেফস কনভেন্ট স্ট্র্যান্ড রোড, চন্দননগর, হুগলি।

৩) সৌম্যদীপ রায়চৌধুরী, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা।

৪) অরুন্ধতী বিশ্বাস, জুলিয়েন ডে স্কুল, কল্যাণী, নদিয়া।

৫) আয়ুধ ঘোষ, মেথডিস্ট স্কুল ডানকুনি, হুগলি।

৬) উর্ষা দেবরায়, মহাদেবী বিড়লা শিশু বিহার, কলকাতা।

৭) অহনা চক্রবর্তী, সেন্ট অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুর।

৮) ঋষিতা সরকার, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, বারাসাত।

তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর-৩৯৭ (৯৯.২৫ শতাংশ)

১) রূপসা চক্রবর্তী, জি.ডি. বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা।

২) জ়িনিতা ঘোষ, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা।

৩) অনুব্রত মণ্ডল, কন্টাই পাবলিক স্কুল দক্ষিণ গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।

৪) আভেরি বন্দোপাধ্যায়, মডার্ন হাই স্কুল ফর গার্লস, কলকাতা।

৫) আরাত্রিকা ঘোষ, দিল্লি পাবলিক স্কুল, নিউটাউন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন