Himachal Pradesh

শূন্যে ভেসে সাইকেল চালাতে চান? সুযোগ এনে দিচ্ছে হিমাচল প্রদেশ

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬
Share:
০১ ০৮

রাস্তাতে তো অনেক সাইকেল চালিয়েছেন, কখনও শূন্যে সাইকেল চালানোর কথা ভেবেছেন? অবাক হচ্ছেন! পর্যটকদের এমনই অ্যাডভেঞ্চারের সুযোগ দিতে চলেছে হিমাচল প্রদেশের পর্যটন দফতর।

০২ ০৮

অ্যাডভেঞ্চার স্পোর্টস হিমাচলে নতুন নয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং এর প্রাকৃতিক শোভার জন্য মানালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

Advertisement
০৩ ০৮

প্যারাগ্লাইডিং, স্কিয়িং ও রিভার র‌্যাফটিং-এর সঙ্গে এ বার অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের ভিন্ন মাত্রার স্বাদ উপভোগ করাতে এই ‘স্কাই সাইক্লিং’-এর উদ্যোগ বলে জানিয়েছে রাজ্যের পর্যটন দফতর।

০৪ ০৮

রাজ্য বন দফতর এবং অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস।

০৫ ০৮

মানালির গুলাবাতে এই স্কাই সাইক্লিং পার্ক তৈরি করা হয়েছে। ৩৫০ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব এই সাইক্লিং পার্ক।

০৬ ০৮

সাইক্লিংয়ের পাশাপাশি এই পার্কে বিনোদনের জন্য থাকবে ওয়াকিং ট্রেক, বাচ্চাদের খেলার জায়গা, রোপ ক্রস, পিকনিক স্পট, ট্রি হাউস, রেস্তরাঁ, শপিং কমপ্লেক্স, স্নো গেমস ইত্যাদি।

০৭ ০৮

কুলুর ডিভিশনাল ফরেস্ট অফিসার নীরজ চাড্ডা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০০ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে স্কাই সাইক্লিংয়ের পথ। সেপ্টেম্বরের শেষের দিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই পার্ক।

০৮ ০৮

মানালিতে গিয়ে প্যারাগ্লাইডিং তো অনেক করেছেন, এ বার শূন্যে সাইক্লিং করতে করতে প্রকৃতির মজাও নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না যেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement