National news

ডলারের সঙ্গে দৌড়ে পিছিয়ে টাকা, হু হু করে কমছে দেশের বিদেশি মুদ্রাসঞ্চয়

দৌড়ে এঁটে উঠতে না পেরেই সঞ্চয় ভেঙে মার্কিন ডলার বেচতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার ফলে, সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয় (ফরেক্স)-এর পরিমাণ ৪০ হাজার কোটি ডলারেরও নীচে নেমে গিয়েছে। তার আগের সপ্তাহেও কমেছিল বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ারে থাকা মার্কিন ডলারের পরিমাণ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৮
Share:

ছবি সংগৃহীত।

সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ার বেশ কিছুটা হাল্কা হয়ে গিয়েছে।

Advertisement

দৌড়ে এঁটে উঠতে না পেরেই সঞ্চয় ভেঙে মার্কিন ডলার বেচতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার ফলে, সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয় (ফরেক্স)-এর পরিমাণ ৪০ হাজার কোটি ডলারেরও নীচে নেমে গিয়েছে। তার আগের সপ্তাহেও কমেছিল বিদেশি মুদ্রা সঞ্চয়ের ভাঁড়ারে থাকা মার্কিন ডলারের পরিমাণ।

বিশেষজ্ঞরা বলছেন, যে ভাবে উত্তোরত্তর মার্কিন ডলারের নিরিখে পড়ছে ভারতীয় মুদ্রার দাম, তাতে আন্তর্জাতিক বাজারে টাকাকে জিইয়ে রাখতে মার্কিন ডলারের 'লক্ষ্মীর ভাঁড়ার' ভাঙা ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না রিজার্ভ ব্যাঙ্কের সামনে।

Advertisement

আরও পড়ুন- ডলারের সাপেক্ষে টাকার দামে রেকর্ড পতন​

আরও পড়ুন- তেলে আগুন, ঘুম কেড়েছে টাকাও, শনিবার বৈঠকে বসতে পারেন মোদী​

ডলারের সঙ্গে দৌড়ে এই সপ্তাহের গোড়ায় ভারতীয় মুদ্রার দাম নেমে যায় ৭৩ টাকায়। যার অর্থ, এক ডলার কিনতে খরচ করতে হচ্ছিল ৭৩ টাকা। তার পর অবশ্য টাকার 'মান' কিছুটা বেড়েছে। শুক্রবার ভারতীয় মুদ্রার দাম ডলারে নিরিখে গিয়ে দাঁড়ায় ৭১ টাকা ৮৪ পয়সায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন