এনএসজি নিয়ে পাশে ট্রাম্প

ভারতকে পরমাণু জ্বালানি ও সরঞ্জাম সরবরাহকারী ৪৮টি দেশের জোট এনএসজি-র সদস্য করে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আমেরিকা। ওই গোষ্ঠীর সদস্য হওয়ার চেষ্টা জর্জ বুশের জমানা থেকেই চালিয়ে যাচ্ছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০২:৫৬
Share:

ভারতকে পরমাণু জ্বালানি ও সরঞ্জাম সরবরাহকারী ৪৮টি দেশের জোট এনএসজি-র সদস্য করে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আমেরিকা। ওই গোষ্ঠীর সদস্য হওয়ার চেষ্টা জর্জ বুশের জমানা থেকেই চালিয়ে যাচ্ছে ভারত। বারাক ওবামার প্রশাসন নয়াদিল্লির দাবিকে সমর্থন জানালেও চিনের বিরোধিতায় এগোতে পারেনি। মার্কিন প্রশাসন বুধবার জানিয়ে দিল, এই বিষয়ে নীতিগত কোনও পরিবর্তন ঘটাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র এ দিন এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমরা মনে করি ভারত এনএসজি-র সদস্য হওয়ার জন্য প্রস্তুত এবং আমেরিকা তাদের পূর্ণ সদস্য করে নেওয়ার দাবিকে সমর্থন করে।’’ শুধু তা-ই নয়, ভারতের দাবি পূরণের জন্য নয়াদিল্লি এবং এনএসজির সঙ্গে আমেরিকা আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement